
সিলেটের এক চা-কন্যার সাক্ষাৎকার করে ঢাকায় ফেরার পর বাসায় এসে আমি কেঁদেছিলাম। বাসার লোকেরা আমাকে দেখে অবাক হয়েছিলেন।
মেয়েটি অন ক্যামেরায় বলছিলেন, “এই যে দেখুন, আপনার চেহারা কত সুন্দর। আর আমি রোদে পুড়ে কালো হয়ে গেছি। আমরা তো আপনাদের সামনে দাঁড়াতেই লজ্জা পাই।”
একথা শোনার পর আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমার ক্যামেরাপারসন আমার অবস্থা দেখে বিস্মিত হয়েছিলেন। তাকে বলেছিলাম, এই প্রথম নিজের চেহারার প্রতি আমার ঘৃণা হচ্ছে।
একটু আগে খবর পেলাম, মেয়েটি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন!
এমন খুশি আমি বহুকাল হইনি। আবার আমার চোখ ভিজে যাচ্ছে।
Writer & Collected : Amrita Malingi