প্রচ্ছদ রাজনীতি ‘আবু সাঈদ হত্যার তদন্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তার নাম উঠে এলে কঠোর ব্যবস্থা হবে’

‘আবু সাঈদ হত্যার তদন্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তার নাম উঠে এলে কঠোর ব্যবস্থা হবে’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী বলেছেন, ‘আবু সাঈদ হত্যার ঘটনায় যে তদন্ত কমিটি করেছি, তারা ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’


বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীর সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘আবু সাঈদ শহীদ হয়েছিল বলেই আমি উপাচার্য হয়েছি। তার হত্যার সঙ্গে বেরোবির যে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী জড়িত বলে অভিযোগ উঠেছে, সে বিষয়ে আমি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তাদের সাত কার্যদিবস সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আশা করি, তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দেবেন। তদন্তে যার নাম আসবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয় ৭১ দিন পর খোলা ও ও ক্লাস শুরুর বিষয়ে তিনি বলেন, ‘আমি বিভিন্ন হল পরিদর্শন করলাম, সেখানে অনেক সমস্যা লক্ষ্য করা গেলো। বিশেষ করে বঙ্গবন্ধু হলের অবস্থা খুবই খারাপ। আমি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করার জন্য বলেছি। আর বিশ্ববিদ্যালয়ে ছেলেদের দুটি, মেয়েদের একটি হল আছে, সেখানে শিক্ষার্থীদের রিডিং রুম খুবই ছোট বলে আমার মনে হয়েছে। শিক্ষার্থীরা রাতে সাধারণত লেখাপড়া করে। সে জন্য রিডিং রুমের পরিধি বাড়ানোসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।’

অপরদিকে, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার উপাচার্যের সঙ্গে মতবিনিময় করে সাংবাদিকদের জানান, আবু সাঈদ হত্যার ঘটনায় এ পর্যন্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতার করার প্রক্রিয়া চলছে। তবে নিরপরাধ কাউকেই গ্রেফতার করা হবে না। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকেই আইনের আওতায় আনা হবে।

সুূূত্রঃ বাংলা ট্রিবিউন

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।