
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাবা মকবুল হোসেন (৭০) অবস্থার অবনতির কারণে ঢাকা আনা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা এই মুহূর্তে সৈয়দপুর এরপোর্টে আছি আমার বাবার অবস্থার অবনতি তাই ঢাকা নেওয়া হচ্ছে। রমজান আলী বাবার জন্য সবার কাছে দোয়া ও চেয়েছেন।
এর আগে, গত শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে জ্বর হওয়ায় তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।










































