প্রচ্ছদ খেলাধুলা আবারও পাকিস্তানের অধিনায়ক হওয়ার প্রস্তাবে পিসিবিকে কঠিন শর্ত দিলেন বাবর

আবারও পাকিস্তানের অধিনায়ক হওয়ার প্রস্তাবে পিসিবিকে কঠিন শর্ত দিলেন বাবর

খেলাধুলা: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগেই গুঞ্জনটা শোনা গিয়েছিল। পিএসএল শেষে সেটা আরও জোরালো হলো। বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব আবারও বাবর আজমকে দেয়া হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি গত সপ্তাহের শুরুতে বাবরের সঙ্গে দেখা করেছিলেন প্রস্তাবটি দেয়ার জন্য। খবর ক্রিকইনফো

যদিও বাবর তার পক্ষ থেকে এখনও প্রস্তাব গ্রহণ করেননি। ভারত বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে তিনটি ফরম্যাটেই আর্মব্যান্ড খুলে ফেলেন বাবর। এবার জানা গেল, কেবল টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে নয়; তিন ফরম্যাটেই তাকে অধিনায়ক করতে বোর্ডকে জানিয়েছেন তিনি। তবে বিষয়টি স্বীকার করেননি পিসিবি প্রধান মোহসীন নাকভি। তিনি বলেছেন, ‘আসলে আমি জানিই না যে কে অধিনায়ক হতে যাচ্ছে। শাহীনই কি বহাল থাকবে, নাকি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে সেটা নির্ধারণ হবে মূলত ফিটনেস ক্যাম্পের পর। বেশ কিছু টেকনিক্যাল বিষয় আছে যেগুলো বিবেচনায় রাখতে হবে। আমরা আসলে দীর্ঘমেয়াদি সমাধান চাই।’

এর আগে বাবরের নেতৃত্বে পাকিস্তান পাঁচটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছে। কিন্তু একটিরও শিরোপা জিততে পারেনি। সেগুলো হলো- ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২ এশিয়া কাপ, ২০২৩ এশিয়া কাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সুবিধা করতে না পারার পর অধিনায়কের পদ ছেড়ে দেন বাবর আজম। এরপর শাহীন আফ্রিদিকে টি-টোয়েন্টির ও শান মাসুদকে টেস্টের অধিনায়ক করা হয়। কিন্তু তাদের নেতৃত্বে দুই সিরিজে সুবিধা করতে পারেনি পাকিস্তান।

সূত্র : পাকিস্তান অবজারভার

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।