প্রচ্ছদ খেলাধুলা আফগানিস্তানকে যে ব্যবধানে হারালে সেমিতে যাবে বাংলাদেশ

আফগানিস্তানকে যে ব্যবধানে হারালে সেমিতে যাবে বাংলাদেশ

Oplus_131072

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে টানা দুই হারের পরও কাগজে-কলমে টিকে আছে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন। তবে সেমির স্বপ্ন বাস্তবায়নে মেলাতে হবে ছোট সমীকরণ।

সুপার এইটের শেষ ম্যাচে মঙ্গলবার (২৫ জুন) সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে টস জিতে ব্যাটিং করছে আফগানিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৪ ওভার শেষে আফগানদের সংগ্রহ রান।

হাইভোল্টেজ এ ম্যাচের ওপর কার্যত তিনটি দলের ভাগ্য নির্ভর করছে। গত রাতে অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। তবে এখনও এই গ্রুপের বাকি তিন দলের সুযোগ আছে।

সুযোগ থাকলেও বাংলাদেশের জন্য কাজটি বেশ কঠিন। সেমিতে যেতে আফগানদের হারানোর পাশাপাশি নেট রানরেটের দিকেও নজর দিতে হবে। বর্তমানে অস্ট্রেলিয়ার নেট রানরেট -০.৩৩১। অন্যদিকে বাংলাদেশের নেট রানরেট -২.৪৮৯।

যেহেতু বাংলাদেশ আগে ফিল্ডিং করছে। তাই রান ব্যবধানে জয়ের কোনো হিসাব-নিকাশ আর করতে হচ্ছে না। এখন বল ব্যবধানে জিততে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। ধরা যাক, বাংলাদেশকে ১৪০ রানের টার্গেট ছুঁড়ে দিলো আফগানরা। তাহলে বাংলাদেশকে সেটি ১২ দশমিক ৩ ওভারেই মধ্যেই পেরোতে হবে। শেষ বলে ছক্কা হাঁকালে অবশ্য ১৩ দশমিক ১ ওভার পর্যন্ত সুযোগ পাবে বাংলাদেশ ।

এদিকে এর চেয়ে কম ব্যবধানে যদি বাংলাদেশ জিতে যায়, তবে সেমির পথ সহজ হবে অজিদের। সহজ করে বললে, অজিদের সেমিতে যেতে বাংলাদেশের জয় প্রয়োজন। তবে তা বড় ব্যবধানে না। অন্যদিকে বাংলাদেশকে হারালেই সেমিতে উঠে যাবে আফগানরা।

অন্যদিকে আসরের আরেক সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকাও এই ম্যাচের দিকে দৃষ্টি রাখছে। ইংল্যান্ডের পর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করা প্রোটিয়াদের প্রতিপক্ষও এই ম্যাচের পরই নির্ধারিত হবে। আগামী ২৭ জুন সকালে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দল দুটি। অন্যদিকে একই দিন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড।