প্রচ্ছদ ধর্ম ও জীবন আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া

আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে মঙ্গলবারকে (৯ এপ্রিল) রমজানের শেষ এবং শাওয়াল মাসের শুরুর দিন হিসেবে ঘোষণা করেছে দেশটির ইসলামবিষয়ক সংস্থা অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল।

স্থানীয় সময় সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এই ঘোষণা দেয়া হয়। তবে শাওয়াল মাসের চাঁদ ওঠার একদিন আগেই অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে সংস্থাটি। খবর গালফ নিউজ।

স্থানীয় এবং বিশ্বব্যাপী বিভিন্ন পর্যবেক্ষণ বিবেচনায় নিয়ে, দেশটির ফতোয়া কাউন্সিল নিশ্চিত করেছে, সিডনি এবং পার্থে ৯ এপ্রিল, মঙ্গলবার নতুন চাঁদের জন্ম হবে। এর ফলে ৯ এপ্রিল হবে রমজানের শেষ দিন এবং ঈদুল ফিতর উদযাপিত হবে ১০ এপ্রিল, বুধবার।

গত বছর সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় ২০ এপ্রিল। পরের দিন ২১ এপ্রিল দেশটিতে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর।