প্রচ্ছদ সারাদেশ আনার হত্যা: তদন্ত কর্মকর্তার হঠাৎ বদ‌লির বিষয়ে যা বললেন হারুন

আনার হত্যা: তদন্ত কর্মকর্তার হঠাৎ বদ‌লির বিষয়ে যা বললেন হারুন

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনকারী পুলিশ কর্মকর্তা শাহিদুর রহমান রিপনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগ থেকে হঠাৎ বদলি করে দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেছেন, ‘সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার গুরুত্বপূর্ণ তদারক ডিবি ওয়ারী বিভাগের এডিসি শাহিদুর রহমান রিপনের বদলি একটি রুটিন ওয়ার্ক।’

মঙ্গলবার (৪ জুন) আনার হত্যার তদেন্তর কাজে নেপাল থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। হারুন অর রশীদ বলেন, ‘তদারক কর্মকর্তার বদলিতে তদন্ত কাজে সমস্যা হবে না। রুটিন কাজের অংশ হিসেবে তাকে বদলি করা হয়েছে।’

এর আগে গত ২ জুন বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব দিয়ে রিপনকে বদলি করে পুলিশ সদর দফতর। জানা গেছে, এডিসি শাহিদুর রহমান রিপনকে যে তালিকার মাধ্যমে বদলি করা হয়েছে সেই সিদ্ধান্ত অনেক আগেই। সেই তালিকায় রোববার পুলিশ প্রধান সই করেছেন।