
গত ৬ নভেম্বর ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সব মিলিয়ে আগামী বছর মোট ২৮ দিন ছুটি থাকছে। এরমধ্যে অবশ্য ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।
তবে, ছুটির তালিকা এখনও প্রকাশ করা না হলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের মতো আগামী বছরও (২০২৬ সাল) পবিত্র ঈদুল ফিতরের ছুটি একই থাকবে।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, আগামী বছরও ঈদুল ফিতরে পাঁচদিন ছুটি থাকবে। এছাড়া ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।
দু-একদিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৬ সালের ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করবে বলে জানা গেছে।
১৯৭৪ সালের ১ টাকা থাকলে যত টাকা পাবেন আপনি
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বছর ঈদুল ফিতরের দিন এবং আগে পরে দুই দিন করে মোট ৫ দিন ছুটি থাকবে। এ ছাড়া ঈদুল আজহার দিন, ঈদের আগে দুদিন এবং পরে তিন দিনসহ মোট ছয় দিন ছুটি থাকবে।
অন্যদিকে দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন এবং একদিন আগে মহানবমীর দিন ছুটি থাকবে।
উল্লেখ্য, চলতি বছরও (২০২৫) দুই ঈদ ও পূজার ছুটি একই রকম ছিল। ছুটি বেশি থাকায় ঈদযাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন, দুর্ঘটনাও ছিল কম।











































