প্রচ্ছদ জাতীয় ‘আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাতেই নিরাপদ’- জিন্নাহ কবির

‘আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাতেই নিরাপদ’- জিন্নাহ কবির

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে নিরাপদ ও সমৃদ্ধশালী।

তিনি বলেন, একটি প্রগতিশীল রাষ্ট্র বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের উত্তর তরা এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত ৩১ দফার প্রচারণা সভায় এসব কথা বলেন তিনি।

এস এ জিন্নাহ কবির বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে গত ১৬ বছর ধরে লাগাতার আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে বিএনপি। যার নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থান হয়েছে। যার নেপথ্যে থেকে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও বলেন, ৫ আগস্টের অভ্যুত্থান আমাদের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। তা হলো আমাদের আগামীর রাজনীতি হবে মেধাভিত্তিক। যেখানে রাষ্ট্র ও সমাজ নতুনভাবে সংগঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক রাজা মিয়া, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, বানিয়াজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পারভেজ মিয়া।