রাজনীতি : কাল সন্ধ্যার মধ্যে নির্বাচনের তফসিল স্থগিত ও প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। ৭ জানুয়ারির নির্বাচনকে প্রহসনমূলক উল্লেখ করে তারা বলেন, কোনো দেশপ্রেমিক মানুষ এই নির্বাচনে ভোট দিতে যাবে না।।
শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংযোগ–পরবর্তী এক সমাবেশে মঞ্চের নেতারা এ আহ্বান জানান। সমাবেশে ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন মঞ্চস্থ হলে দেশের
ইতিহাসে আরেকটি কালো অধ্যায় যুক্ত হবে। তাই প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আগামীকাল সন্ধ্যার মধ্যে নির্বাচনের তফসিল স্থগিত করে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন অথবা জাতীয় সরকার প্রতিষ্ঠা করে সুষ্ঠু ভোটের আয়োজন করতে।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘সরকার একমুহূর্ত দমন-পীড়নের যন্ত্রকে কাজে না লাগিয়ে ক্ষমতায় টিকতে পারছে না। বিরোধী দলের নেতাদের জেলে না পুরে তারা নিশ্চিন্তে ঘুমাতে পারছে না। কোনো দেশপ্রেমিক মানুষ সরকারের এই প্রহসনের নির্বাচনে ভোট দিতে যাবে না।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার নির্বাচনের এক-দুদিন আগে দেশে এ রকম একটা পরিস্থিতি করেছে যে বাস্তবে তারা জনগণের বিরুদ্ধে একটা যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে। এর অংশ হিসেবে সারাদেশে বিভিন্ন বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রেখে একটি ভোট ভোট খেলার আয়োজন করেছে।
সভার আগে প্রেস ক্লাব সংলগ্ন মেহেরবা প্লাজার সামনে থেকে গণসংযোগ ও মিছিল শুরু করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। যা পুরানা পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট ঘুরে এসে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ হয়। গণতন্ত্র মঞ্চ আগামীকাল বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |