প্রচ্ছদ জাতীয় আগামির বাংলাদেশেকে রাজনীতি শেখাবে: শিবির

আগামির বাংলাদেশেকে রাজনীতি শেখাবে: শিবির

গতকাল ডাকসু প্রতিনিধি সম্মেলন করেছে দেখলাম। দেখে মনে হইছে যেন একটা সংসদ সংসদ ভাব।

সব হল প্রতিনিধিরা ছিলো সবাই কি কি কাজ করল, কি কি করবে এবং হলের কি কি সমস্যা আছে এ গুলো নিয়ে সবাই কয়েক মিনিট করে কথা বলেছে।

কিন্তু কারো দলীয় হিংসা নেই, গালি নেই, টেলাটেলি নেই,নেই কেন্দ্রীয় সংসদ নিয়ে অভিযোগ।

নেই সাদিক কায়েম ফরহাদ নিয়ে অভিযোগ, যে এরা পারতেছে না, এরা কোন কাজ করে না,এদের সময় মতো পাই না।

সব প্রতিনিধিরা যেভাবে বক্তব্য দিয়েছিলো যার যার যায়গা থেকে সবাই যেন সন্তুষ্ট ভিপি, জিএস উপর।

আমি অনেক সময় বলি শিবির বাংলাদেশকে শিখাবে রাজনীতি এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে ফেক্টর হিসাবে ভূমিকা রাখবে শিবির।

তেমনি শিখাইয়া দিতেছে ডাকসুতে। হলের প্রতিনিধি সবাই কিন্তু শিবিরের বা প্যানেলের না।কিন্তু সবাই ঢাবি এবং ডাকসুর জন্য ল নিজের যোগ্যতা অনুযায়ী মন-প্রাণ দিয়ে কাজ করতেছে।

এখান থেকে একটা বিষয় স্পট হয় যে,আপনি যেই দল করেন কেন যার যার দল যার যার কাছে কিন্তু দেশ বা ঢাবির জন্য কাজ করতে সবাই মিলেমিশে করবো এখনে দলীয় হিংসা টেলাটেলি ঢুকানো যাবে না।

শিবির সেটাই প্রমাণ করে দিচ্ছে। সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে কি করতে হবে কিভাবে করতে শিবির সেটা করে দেখাচ্ছে।

অনেকেই আশংকায় ছিলেন শিবির এতো এচিভমেন্ট নেওয়ার পর শিবির কিছুই করতে পারবে না।মেয়েরা তাদের এভয়েড করবে,শিক্ষক-শিক্ষার্থীরা এভয়েড করবে তারপর শিবির ব্যর্থ হয়ে যাবে কিন্তু তাদের আশা আকাংখা একদম ভুল প্রমাণ হচ্ছে।

তারা যে বিষয়ে আশংকা করেছিলো সেই যায়গা গুলোতে শিবির সবচেয়ে বেশি পারফরম্যান্স করতেছে।

গতকাল দেখলাম নারী হল প্রতিনিধিরা শিবিরের(ডাকসু) মা*দ*ক বিরুদ্ধী কাজ কে প্রশংসা ভাসাচ্ছে এবং কাজকে আরে জোরালো করার আহবান করেছে।।

আগামির বাংলাদেশেকে রাজনীতি শেখাবে “শিবির” শিবির”শিবির”