
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত উঠিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা নেই।
আজ ১ অক্টোবর (বুধবার) দুপুরে বরিশালে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, সেটি স্থায়ী না অস্থায়ী, এমন প্রশ্ন ওঠে। তবে, আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে, এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না।”
বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার দেওয়া একটি সাক্ষাৎকারের প্রসঙ্গে আইন উপদেষ্টা ড. নজরুল জানান, “ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
অশান্ত পাহাড় পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “পাহাড়কে যারা অশান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”
এই সময় তিনি বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।