হেড লাইন: অ্যাডভোটে সাইফুল ইসলাম আলিফ নওমুসলিমদের মামলা পরিচালনা করতেন। তাদের পাশে দাঁড়াতেন এই তরুণ আইনজীবী। যারা অন্যধর্ম ত্যাগ করে ইসলামের সুশীতল ছায়ায় আসার আগ্রহ দেখাতেন তিনি তাদেরও আইনী সহযোগীতা দিতেন। এমন তথ্য জানিয়ে তার সহকর্মী আইনজীবীরা বলছেন, এই কারণেই উগ্রবাদী ইসকনের সমর্থকেরা তাকে টার্গেট করেছে। আর তাকে প্রকাশ্যে দিনের আলোতে কুপিয়ে হত্যা করেছে।
মঙ্গলবার ইসকন নেতা চিন্ময় কুমার দাসকে আদালতে হাজির করা নিয়ে চট্টগ্রাম আদালত ও আশপাশের এলাকায় নারকীয় তাণ্ডব চালায় চিন্ময়ের সমর্থক উগ্রবাদীরা। তারা আইনজীবী আলিফকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় বুধবার আদালত বর্জন করেন চট্টগ্রামের আইনজীবীরা। কয়েকজন আইনজীবী জানান, ইসকন জঙ্গীরা আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। কারণ তার ওপর উগ্রবাদীরা আগে থেকে ক্ষিপ্ত ছিল। আলিফ হিন্দু ধর্ম ত্যাগ করে যারা ইসলাম ধর্মগ্রহণ করতেন তাদের আইনি সহযোগীতা দিতেন। অন্য মামলার সাথে তিনি গুরুত্ব দিয়ে নওমুসলিমদের মামলা পরিচালনা করতেন।
সূত্র: dailyinqilab
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |