প্রচ্ছদ খেলাধুলা অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করলেন তৃষ্ণা

অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করলেন তৃষ্ণা

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা অজিদের বিপক্ষে হ্যাটট্রিক তুলে নিয়েছেন টাইগ্রেস পেসার ফারিহা তৃষ্ণা। তবুও টস জিতে ব্যাট করা সফরকারীরা। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬১ রানের বিশাল সংগ্রহ গড়েছে।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন জিওর্জিয়া ওয়ারহাম। তিনি ৩০ বলে ১০টি চারে নিজের ইনিংস সাজান। এছাড়া ওপেনার গ্রেস হ্যারিস ৩৪ বলে ৪৭ রান করেন।

বাঁহাতি পেসার ফারিহা ইনিংসের শেষ তিন বলে এলিস পেরি, সোফি মলিনিউ এবং বেথ মুনির উইকেট নিয়ে হ্যাটট্রিকের দেখা পান। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করলেন ফারিহা ইসলাম।

এছাড়া দুটি করে উইকেটের দেখা পান নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।