প্রচ্ছদ জাতীয় অসুস্থতাজনিত কারণে না ফেরার দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

অসুস্থতাজনিত কারণে না ফেরার দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

অসুস্থতাজনিত কারণে মারা গেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থী। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আনুমানিক বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মারা যান আলিফ আহমেদ নামের ওই শিক্ষার্থী। আলিফ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলা।

সহপাঠীরা জানিয়েছেন, আলিফ থ্যালাসেমিয়ায় রোগে ভুগছিল। আলিফের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার সহপাঠী, শিক্ষার্থী, শিক্ষক সহ সকলের মাঝে। গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ।

হাসান ফুয়াদ এল তাজ এক শোক বার্তায় বলেন, বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী তাজা প্রাণ ঝরে গেলো, এ ধরনের অকাল মৃত্যু মেনে নেওয়া কষ্টদায়ক। আমি আলিফ আহমেদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করি এবং তার রুহের মাগফিরাত কামনা করি।