
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ঘিরে নতুন তথ্য প্রকাশ পেয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি) নথিতে। অভিযোগ উঠেছে, বইটি আসলে সংকলন করেছিলেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী এবং তার নেতৃত্বে কাজ করা ১২৩ সদস্যের একটি দল। এর বিনিময়ে তিনি পান আইজিপি’র পদ (২০১৮ সালে), আর সহযোগীরা পেয়ে যান রাজধানীতে কোটি টাকার ফ্ল্যাট ও নগদ এক কোটি টাকা।
রাষ্ট্রের প্রধান আইনকর্মকতা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, “এটি দুর্নীতি। দুর্নীতি দমন কমিশনের উচিৎ এ নিয়ে অনুসন্ধান করা।”
২০১২ সালে প্রকাশিত এ গ্রন্থের ভূমিকায় শেখশেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ঘিরে নতুন তথ্য প্রকাশ পেয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি) নথিতে। অভিযোগ উঠেছে, বইটি আসলে সংকলন ক হাসিনা দাবি করেছিলেন, শেখ মুজিবের চারটি খাতা ঘেঁটে সম্পাদনা ও সংশোধনের মাধ্যমে বইটি প্রস্তুত করা হয়। কিন্তু এসবি নথিতে উঠে এসেছে ভিন্ন চিত্র। অভিযোগ রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠতা ও আনুগত্য প্রমাণের জন্যই জাবেদ পাটোয়ারী এ উদ্যোগ নিয়েছিলেন। এর পুরো কাজের তত্ত্বাবধানে ছিলেন তার উপদেষ্টা সালমান এফ রহমান।
সরকারি সূত্র বলছে, ৫ আগস্ট সৌদি আরব থেকে রাষ্ট্রদূতের পদে বরখাস্ত হওয়ার পর দেশে ফেরার নির্দেশ পেলেও জাবেদ যুক্তরাষ্ট্রে চলে যান। যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো ফোন নম্বরে পাওয়া যায়নি।
সাবেক আইজিপি নুরুল হুদা মন্তব্য করেন, অভিযোগ যেহেতু উঠেছে তাই অনুসন্ধান হওয়া জরুরি। অন্যদিকে সাবেক পুলিশ প্রধান চৌধুরি মামুন তার এক জবানবন্দিতে দাবি করেন, ২০১৮ সালের বিতর্কিত রাতের ভোট হয় জাবেদ পাটোয়ারীর পরামর্শে।
এসবি নথি গায়েব হওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ও তহবিল অপব্যবহার করে যদি কারো লাভবান হওয়া প্রমাণিত হয়, তবে তা ফৌজদারি অপরাধ। দুদকের উচিত এসব অভিযোগের সূত্র ধরে তদন্ত শুরু করা।