প্রচ্ছদ অপরাধ ও বিচার অভাব-অনটন নিয়ে মাঝে মধ্যেই ঝগড়া, হঠাৎ স্বামীর যে কাণ্ড

অভাব-অনটন নিয়ে মাঝে মধ্যেই ঝগড়া, হঠাৎ স্বামীর যে কাণ্ড

অপরাধ: মাদারীপুরে পারিবারিক কলহের জের ধরে সাইদুল ইসলাম মেহেদী (২৬) নামের এক যুবক গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (২০ মার্চ) রাত ৯টার দিকে মাদারীপুর পৌর শহরের নতুন বাসস্টান্ড এলাকার একটি ভাড়া বাসায় ঘটনা ঘটে।

সাইদুল রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের ওহাব বেপারির ছেলে। মাদারীপুর একটি পরিহবহনের সহকারী হিসেবে কাজ করতেন তিনি।

পুলিশ ও পারিবারিক সূত্রে যানা যায়, গত ৬ মাস ধরে মাদারীপুর পৌর শহরের নতুন বাজেস্টান এলাকার স্থানীয় বাসিন্দা নিয়ামুল হক ভুইয়ার বাড়িতে স্ত্রী ও দুই বছরের একটি পুত্রসন্তান নিয়ে ভাড়া বাড়িতে থাকছিলেন সাইদুল। সংসারে বিভিন্ন অভাব-অনটন নিয়ে মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো তাদের।

গত ৪/৫ দিন আগে স্বামী সাইদুলের সঙ্গে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যায় তার স্ত্রী। এরপরে সাইদুল ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ করে রাখে। এ কারণে তার স্ত্রীর সাইদুলের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকে। এরপর বুধবার রাতে সাইদুল ঘরের দরজা বন্ধ করে ফ্যানের রডের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাস দেয়।

ঘরের ভেতর কোনো সাড়াশব্দ না পেলে প্রতিবেশী জানালা দিয়ে দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘরের দরজার তালা কেটে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা, সেটি ময়নাতদন্ত রিপোর্ট পেলে বলা যাবে।