
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে আলোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
গত রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন লুৎফুজ্জামান বাবর।
পরে সাংবাদিকদের তিনি বলেন, তারেক রহমানের ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত তিনি দেশে ফেরত আসবেন। আপনারা দোয়া করবেন।
দীর্ঘ ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করলেন লুৎফুজ্জামান বাবর। বিএনপি–জামায়াত জোট সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। এদিন বিকেল ৪টা ২২ মিনিটে তিনি মন্ত্রণালয়ে প্রবেশ করেন। তবে তাঁর সঙ্গে বিএনপির অন্য কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান অভিযোগে দেওয়া মৃত্যুদণ্ড থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। তাঁর সঙ্গে আরও চারজন আসামিকে খালাস দেওয়া হয়। তাঁরা হলেন রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, মহাব্যবস্থাপক (প্রশাসন) কেএম এনামুল হক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন।
এ ছাড়া বিচারিক আদালতের রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ১৪ জনের মধ্যে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ পাঁচজনের সাজা হ্রাস করা হয়। রায়ে পরেশ বড়ুয়ার সাজা কমিয়ে ১৪ বছর করা হয়। আর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাব উদ্দিন আহাম্মদ ও হাফিজুর রহমানের সাজা ১০ বছর করা হয়।
সূত্র: জনকণ্ঠ










































