প্রচ্ছদ জাতীয় অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে নতুন বার্তা

অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে নতুন বার্তা

সামনেই ঘোষণা হতে যাচ্ছে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। আর নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিশ্লেষণ ও জল্পনা। এই প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক বক্তব্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে তবে কি নভেম্বরেই শেষ হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের যাত্রা?

তবে এই প্রশ্নের জবাব মিলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্বাচিত সরকারের কাছেই দায়িত্ব হস্তান্তর করবে বর্তমান অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত উপদেষ্টা পরিষদ তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারের সংস্কার কার্যক্রম নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে এমন ধারণা সঠিক নয়। বরং এসব সংস্কার কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চলমান থাকবে।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত “Meet the Reporters” অনুষ্ঠানে বলেন, নভেম্বরের পর আর মন্ত্রিসভার বৈঠক হবে না। তখন সরকার নির্বাচন কমিশনের অধীনে থেকে তার ভূমিকা পালন করবে।

মাহফুজ আলম আরও জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বর্তমানে সাংবাদিকদের অধিকার রক্ষায় একটি অধ্যাদেশ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর জন্য একটি বিধিমালা প্রণয়নের কাজ করছে। তিনি বলেন, “আমরা নভেম্বরের মধ্যেই এই অধ্যাদেশ ও বিধিমালা প্রণয়নের কাজ সম্পন্ন করতে চাই।”

তবে তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়, যা নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ব্যাখ্যা প্রদান করা হয়েছে।