প্রচ্ছদ বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, কে এই ফারুক-ই আজম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, কে এই ফারুক-ই আজম

বাংলাদেশ: নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। ড. মুহাম্মদ ইউনূসসহ নতুন এই সরকারের সদস্য সংখ্যা ১৭ জন। বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে শপথ গ্রহণ করে এই অন্তর্বর্তী সরকার। এতে উপদেষ্টা হিসেবে দায়িত্বে পাওয়াদের মধ্য অন্যতম নৌকমান্ডো বীর প্রতীক ফারুক-ই আজম। তার বাড়ি চট্টগ্রামের জেলার হাটহাজারীতে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান ‘অপারেশন জ্যাকপট’। চট্টগ্রামের বন্দর আক্রমণের জন্য এই অভিযানিক দলের উপঅধিনায়ক ছিলেন তিনি।

সারা দেশের সব বন্দরে একই সময়ে একযোগে আক্রমণ চালানো হয়। ২০ সদস্যের ৩টি দল নির্বাচন করা হয় চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য। এর মধ্যে একটি একটি দল চট্টগ্রামে এসে পৌঁছাতে পারেনি। বাকি দুটি দলে সদস্য সংখ্যা ছিল ৩৭ জন। আর অধিনায়ক ছিলেন এ ডব্লিউ চৌধুরী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সূচনাকালে উচ্চমাধ্যমিক পাস করেন ফারুক-ই-আজম। সে সময় খুলনায় ছিলেন তিনি।

যুদ্ধ শুরু হলে অনেক বাধাবিপত্তি পেরিয়ে ট্টগ্রামে পৌঁছান ফারুক-ই-আজম। ৬ মে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের হরিণা ইয়ুথ ক্যাম্পে আশ্রয় নেন তিনি। এ সময় একদিন শুনলেন, পাকিস্তানের হানাদারদের বিরুদ্ধে নৌবাহিনীর জন্য মুক্তিযোদ্ধা অংশ করা হচ্ছে। লাইনে দাঁড়িয়ে যান তিনি। হয়ে যান নির্বাচিত। পলাশীতে দুই মাসের প্রশিক্ষণ শেষে ১৯৭১ সালের ১ আগস্ট অপারেশনের জন্য তাকে মনোনীত করা হয়।

সূত্র: কালবেলা

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।