
হেড লাইন: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ার ৪ আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। রোববার (১০ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া জেলা জামায়াতের ফেসবুক আইডি থেকে জেলার ৪টি সংসদীয় আসনে তাদের মনোনীত প্রার্থীর ছবি ও তাদের নামসহ পোস্ট করা হয়। মনোনীত ৪ প্রার্থী হলেন- কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে দলটির নায়েবে আমির ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ (সদর) আসনে কেন্দ্রীয় জামায়াতের শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আফজাল হোসাইন।
এ বিষয়ে জেলা জামায়াতের আমীর আবুল হাশেম বলেন, প্রচার প্রচারণার সুবিধার্থে আমরা প্রাথমিকভাবে চারজনকে মনোনীত করেছি। যাতে কর্মীদের কাজ করতে সহজ হয়। তবে নায়েবে আমীরের বরাত দিয়ে বলেন, প্রয়োজন হলে প্রার্থী পরিবর্তন হতে পারে। তবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন তাই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে বলে মনে করছেন তারা।
সূত্র: NEWS24
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |