প্রচ্ছদ জাতীয় ৩০টির মতো আসন পাবে জামায়াতে ইসলামী, যা জানা গেল

৩০টির মতো আসন পাবে জামায়াতে ইসলামী, যা জানা গেল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরীর আমির, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যারা ব্যর্থ বলার চেষ্টা করছেন, তারা মূলত হিন্দুস্তানের দালাল।

সোমবার (২ ডিসেম্বর) রাতে নাজিরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবি (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকের ধারণা জামায়াতে ইসলামী ৩০টির মতো আসন পাবে। দেখবেন জামায়াতে ইসলামী সরকার গঠন করবে এবং ফটিকছড়ি থেকে মন্ত্রিত্ব পাবে।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির আরও বলেন, হিন্দুস্তানে বাংলাদেশ দূতাবাসে হামলা করে উসকানি দেওয়া হচ্ছে, যাতে আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা করি। তবে আমরা তাদের চক্রান্তে পা দেব না।

নাজিরহাট পৌরসভা জামায়াতের সভাপতি বায়েজিদ হাসান মুরাদের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মো. নুরুল আমীন, ডক্টর বিএম মফিজুর রহমান আযহারী, মাওলানা মামুনুর রশীদ নুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জামায়াত নেতা আ. জব্বার, রফিকুল ইসলাম, নাজিম উদ্দিন ইমু, অ্যাডভোকেট মো. ইসমাইল গণি, মাস্টার নাজিম উদ্দিন সিকদার, পিপি আলমগীর মোহাম্মদ ইউনুচ ও ইউসুফ বিন সিরাজ।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।