প্রচ্ছদ সারাদেশ হাসান আরিফের জায়গায় কে আসছেন?

হাসান আরিফের জায়গায় কে আসছেন?

সারাদেশ: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেদিন সরকারের ১৪ উপদেষ্টা দায়িত্ব নেন। পরে তিন দফায় বেড়ে উপদেষ্টা পরিষদের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। তাদের মধ্যে এ এফ হাসান আরিফের মৃত্যুতে শূন্য হয়েছে বেসামরিক বিমান, পর্যটন ও ভূমি উপদেষ্টার পদ। এই পদে নতুন কেউ আসার বিষয়ে আলোচনা থাকলেও আপাতত উপদেষ্টা পরিষদে নতুন করে কাউকে যুক্ত করা হচ্ছে না বলে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা গতকাল রবিবার রাতে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সদ্যপ্রয়াত এ এফ হাসান আরিফের বদলে অন্য কাউকে উপদেষ্টা নিয়োগের বিষয়ে আপাতত ভাবছে না সরকার। তার অনুপস্থিতিতে বেসামরিক বিমান, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তমান উপদেষ্টাদের মধ্যে কাউকে দেওয়া হতে পারে। এর আগে গত শুক্রবার দুপুরে বাসায় খেতে বসে অসুস্থ হয়ে পড়েন ৮৩ বছর বয়সী হাসান আরিফ। পরিবারের সদস্যরা তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন প্রথিতযশা এই আইনজ্ঞকে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে শুরুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব হাসান আরিফের ওপর দেওয়া হয়েছিল। পরে গত এক মাসের বেশি সময় ধরে তিনি ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন। উৎস: দেশ রুপান্তর।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।