প্রচ্ছদ জাতীয় হাসপাতালে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে

হাসপাতালে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় মেডিকেল বোর্ডের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে যান তিনি।

মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদার এবং এফ এম সিদ্দিকীর পরামর্শে কয়েকটি পরীক্ষা করা হবে খালেদা জিয়ার।

বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই মেডিকেল বোর্ড তাকে হাসপাতালে ভর্তি করা হবে কিনা—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

এছাড়া আর্থরাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।