
বিমানবন্দরে পৌঁছানোর পর শহীদ ওসমান হাদির মরদেহ কোথায় রাখা হবে এবং কখন ও কোথায় জানাজা অনুষ্ঠিত হবে—এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর সংগঠনটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট প্রকাশ করে।
পোস্টে জানানো হয়, বিমানবন্দর থেকে শহীদ ওসমান হাদির মরদেহ সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে নেওয়া হয়েছে। সেখানে মরদেহটি সারারাত রাখা হবে। পরবর্তীতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নেবেন বলে সংগঠনটি জানিয়েছে।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে আরও বলা হয়, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে শহীদ ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে।
এ কারণে আজ নয়, আগামীকাল মিছিলসহ শহীদ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে বলেও জানানো হয়।
পোস্টে ছাত্রজনতাকে আজ ও আগামীকাল শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে আন্দোলন ব্যাহত করতে বা সহিংস পরিস্থিতি তৈরি করতে না পারে।
এ ছাড়া মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না বলে স্পষ্ট করা হয়েছে। সবাইকে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানিয়েছে ইনকিলাব মঞ্চ।











































