হেড লাইন: রাজধানীতে গাড়িতে মদপান ও বহনের অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় প্রাইভেটকারটিও জব্দ করা হয়। শনিবার (২ নভেম্বর) রাতে উত্তরা আর্মি ক্যাম্প, ট্রাফিক পুলিশ ও ক্ষিলখেত থানা পুলিশের যৌথ অভিযানে খিলক্ষেত এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে পুলিশ জানায়, আটক নারীর গাড়িতে চালক ছাড়াও আরও দুজন ছিলেন। তবে বাকি দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে ২ ক্যান বিদেশি বিয়ার, কাচের বোতলে ২০০ গ্রাম বিদেশি মদ, মদ পানের স্বচ্ছ গ্লাস ও মাদকবহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এ ছাড়া যৌথ অভিযানে ৯২টি মামলায় মোট ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় ৬টি গাড়ি। চালক ও গাড়ির লাইসেন্স, গাড়ির ফিটনেস এবং মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায় বেশিরভাগ মামলা করা হয়।
সূত্র : কালবেলা
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |