প্রচ্ছদ হেড লাইন স্বামীর প্রতারণার পর বাবার বকুনি, অতঃপর যা করলেন গৃহবধূ

স্বামীর প্রতারণার পর বাবার বকুনি, অতঃপর যা করলেন গৃহবধূ

হেড লাইন: সাতক্ষীরার শ্যামনগরে স্বামীর প্রতারণার পর বাবার বকুনি খেয়ে অভিমানে আসমা আক্তার নামে (২২) এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রমজাননগর গ্রামে এ ঘটনা ঘটে। রোববার সকালে শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। রমজাননগর গ্রামের মুজিবর গাজী ওরফে বাঘ মুজিবরের মেয়ে আসমা সোনারমোড় এলাকার আবুজার হোসেনের স্ত্রী। ইয়াছিন আরাফাত নামে সাড়ে তিন বছরের একটি সন্তান রয়েছে তার।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে গত তিন-চার মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন আসমা। শনিবার বিকেলে বাবা মুজিবর রহমান বকুনি দিয়ে তাকে নিজের বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। একপর্যায়ে সন্ধ্যার পর পরিবারের সদস্যরা অন্য কক্ষে অবস্থানের সুযোগে আসমা শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

মুজিবর রহমান বলেন, পারিবারিক কারণে তাকে সামান্য বকাঝকা করেছিলেন। তবে মেয়ের আত্মহত্যার জন্য তার জামাই আবুজার দায়ী। তালাক দেওয়া প্রথম স্ত্রীকে আবারও সংসারে ফিরিয়ে আনার ঘটনায় কষ্ট পেয়ে তার মেয়ে তিন-চার মাস আগে স্বামীর বাড়ি ছেড়ে চলে এসেছিল। এসব কারণে আসমা মানসিক কষ্টে ভুগছিল বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে আবুজার হোসেন বলেন, প্রথম স্ত্রীর ব্যাপারে আসমা সবকিছু জানতেন। পরবর্তীতে বাবা-মায়ের প্ররোচনায় রাগ করে বাবার বাড়িতে চলে যায় আসমা। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শেখ জাহাঙ্গীর আলম বলেন, স্বামীর প্রতারণার পর বাবার বকুনি খেয়ে অভিমানে আত্মহত্যা করেছে আসমা। এদিকে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানিয়েছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

সূত্র: ঢাকা পোস্ট

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।