অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা ও ডিএমপি কমিশনারের ছোট ভাই পরিচয় দিয়ে প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক প্রতারককে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাজারীবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোঃ জুটন মিয়া। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানা এলাকায়। তিনি কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করতেন। গতকাল বুধবার কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশের একটি দল।
হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ জানান, প্রতারক জুটন মিয়া নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা ও ডিএমপি কমিশনারের ছোট ভাই পরিচয় দিয়ে এবং ছবি প্রদর্শন করে আঃ রাজ্জাক
রাজন নামের এক ব্যক্তির নিকট থেকে বিভিন্ন সময় প্রতারণা করে ৭০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। বিষয়টি বুঝতে পেরে প্রতারণার শিকার আঃ রাজ্জাক সিলেটে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে একটি মামলা দায়ের করেন।
ওসি আরো জানান, আদালত আসামি জুটনের নামে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জুটনের অবস্থান সনাক্ত করে গতকাল বুধবার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুটনকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
সূত্র: ডিএমপি নিউজ
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |