
বরগুনার আমতলী উপজেলায় নাদিম মোর্শেদ (৪০) নামের এক স্কুলশিক্ষক দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর শিক্ষকের ৮ বছর বয়সী ছেলে আরহাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দেওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ফেসবুকে আরহাম লিখেছে, “বাবা, তুমি তো অনেক সুখে আছো, তাই না? কিন্তু আমাদের এ কেমন জীবনে রেখে গেলে? জন্মের পর থেকে তুমি আমাকে কোলে ঘুরাতে, আবদার না করলেও সবকিছু এনে দিতে। এখন আমরা দুই ভাইবোন হাত ধরে রাস্তায় ঘুরি, কিছু চাইতে আর মুখ খুলি না। তুমি তো মারা যাওনি, বাবা, তাহলে হারিয়ে গেলে কেন?”
আরও লিখেছেন, “আমরা কী খাব, কিভাবে পড়াশোনা করব—তুমি কি একবারও ভাবনি? দোয়া করি বাবা, পৃথিবীটা যেন তোমার কাছে জান্নাত হয়ে যায়।”
সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর বুধবার আমতলী পৌরসভার প্রাণিসম্পদ অফিসপাড়া এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মজিবর রহমান ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা নার্গিস বেগমের ছেলে নাদিম স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যান।
নাদিম দীর্ঘদিন ধরে বাসায় শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে প্রাইভেট পড়াতেন। এ সময় ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তিনি স্ত্রী ও দুই সন্তানকে রেখে গোপনে ওই ছাত্রীকে নিয়ে উধাও হন।
এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।










































