প্রচ্ছদ জাতীয় সোমবার হরতাল যেখানে

সোমবার হরতাল যেখানে

রংপুরের পীরগাছায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে ব্যবসায়িক সমিতি। রংপুরের পীরগাছা উপজেলায় সোমবার (৯ সেপ্টেম্বর) অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে ব্যবসায়িক সমিতি।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হাজারো নেতাকর্মী বিক্ষোভ সমাবেশ করেন।

বিএনপির নেতাকর্মীরা বলেন, একরামুল হক নামের এক শিক্ষার্থী‌ শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে পীরগাছা থানায় একটি মিথ্যা মামলা করেছেন।

মামলাটি এজাহারভুক্ত হয়েছে জানিয়ে পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, মামলায় বিএনপি নেতা আমিনুল ইসলাম রাঙ্গাকে ছাড়াও অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। এটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এসব বিষয়ে আমিনুল ইসলাম রাঙ্গা বলেন, উপজেলা বিএনপিকে ছোট করার জন্য আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে। এর প্রতিবাদে ও প্রত্যাহারের দাবিতে জনগণ প্রতিবাদ জানাচ্ছে।

সূত্রঃ কালবেলা

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।