
সালমান শাহ অপমৃত্যু মামলা এখন রূপ নিয়েছে হত্যা মামলায়। এতে আসামি করা হয়েছে খল অভিনেতা ডনকে। তারপর থেকেই নীরব তিনি। মুঠোফোনও বন্ধ। তাই তার বক্তব্য নেওয়া কারও পক্ষে সম্ভব হচ্ছে না। তবে ডনের পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তার দাবি, সালমানের মৃত্যুতে সামিরার দোষ নেই। বরং মৃত্যুর আগে সালমান হতাশায় ভুগছিলেন।
শাহরিয়ার নাজিম জয়ের অনুষ্ঠান সেন্সর অব হিউমারে এসেছিলেন ডন। সেখানে সালমান প্রসঙ্গ চলে আসে। তারই পরিপ্রেক্ষিতে ডন নিজের বক্তব্য জানান জয়কে।
জয়ের প্রশ্ন ছিল, ‘সালমান ভাইয়ের আত্মহত্যার কারণ কে হতে পারে? ওনার মা না উনার স্ত্রী? আপনি কী বলবেন? এক কথায় বললে।’ জবাবে ডন বিষয়টিকে পারিবারিক ব্যাপার বলে উল্লেখ করেন এবং সালমানের হতাশাগ্রস্ত থাকার কথা তুলে ধরেন।
জয় স্পষ্ট জবাব চান ডনের কাছে। সেসময় ডন জানান সামিরার কোনো দোষ দেখেন না তিনি। সেইসঙ্গে সালমান-সামিরার মধ্যাকার সুসম্পর্কের কথা তুলে ধরে অভিনেতা বলেন, ‘সালমানের সঙ্গে তার স্ত্রীর যেমন প্রেম ছিল, এরকম প্রেম আমি কখনো দেখিনি। তোমাকে আমি আবার বললাম।’ জয়ের প্রশ্ন, ‘সামিরার কোনো দোষই ছিল না?’-এর উত্তরে তিনি বলেন, ‘আমি তো দেখতেছি না কোনো দোষ।’
ডন বলেন, ‘সালমান শাহ তার শেষ দিনগুলোতে পুরো আপসেট এবং ফ্রাস্ট্রেটেড ছিলেন। ‘সালমান শাহ একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও, এত টাকা-পয়সা, গাড়ি-বাড়ি থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা করবেন। ওকে আমি তো ছয়-সাত মাসের মধ্যে স্থিরতা দেখিনি। স্থিরভাবে কথা বলবে, বসে থাকবে, এরকম দেখিনি।’
ডনের ভিডিওটি ভাইরাল হতেই নানারকম মন্তব্য করছেন নেটাগরিকেরা। তদের অধিকাংশই প্রকাশ করছেন ক্ষোভ। কেউ লিখেছেন, ‘ডন, আপনার গলা শুকিয়ে যাচ্ছে, পানি খেয়ে নেন। সামনে বিপদ আছে।’কারও কথায়, ‘এই লোক হত্যার সাথে জড়িত ১০০%।’
১৯৯৬ সালে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। কিন্তু সালমানের পরিবার দাবি করে, এটি কোনোভাবেই আত্মহত্যা নয়। অবশেষে গত ২০ অক্টোবর হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।
সূত্র : জনকণ্ঠ








































