প্রচ্ছদ জাতীয় সরকার সংলাপে না ডাকা সম্পর্কে যা বললেন জি এম কাদের

সরকার সংলাপে না ডাকা সম্পর্কে যা বললেন জি এম কাদের

জাতীয়: অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে সংলাপে না ডাকার পেছনে যে দোষারোপ প্রচারণা চলছে সেটা ঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, এতে আমরা বিব্রত হয়েছি। শনিবার রংপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, আমরা ঐতিহ্যবাহী দল। আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। বর্তমান সরকার যদি আগের মতো আমাদের কথা শুনতে চান। তাহলে আমরা আবারো তাদের পরামর্শ দিতে চাই।

তিনি বলেন, দেশে এ মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর নয়। দ্রব্যমূল্য ও বেকারত্ব বাড়ছে, এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন। আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সংস্কার করে তারপর নির্বাচন দিবেন তারা।

এ সময় এ দলের প্রেসিডিয়াম সদস্য এমএম ইয়াসির, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, যুগ্ম মহাসচিব হাজি আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম, লোকমান হোসেন, জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।