প্রচ্ছদ জাতীয় সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা

সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা

জাতীয়: আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষ্যে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (২৯ নভেম্বর) এদিন পতাকা মিছিল ও সাংস্কৃতিক সন্ধ্যাও ঘোষণা করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সমন্বয়ক আবু বাকের মজুমদার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিকেল তিনটার দিকে এ কর্মসূচির ডাক দেয়া হয়। আবু বাকের মজুমদার গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষ্যে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ র‍্যালির আয়োজন হবে। পাশাপাশি বাংলাদেশে ফিলিস্তিনের সর্ববৃহৎ পতাকা থাকবে।

এছাড়া, ‘Where Palestine Met July’ শিরোনামে সন্ধ্যা ৬টায় টিএসসির পায়রা চত্বরে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক সন্ধ্যাও আয়োজন করা হবে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।