প্রচ্ছদ জাতীয় শৈলকুপা রণক্ষে-ত্র

শৈলকুপা রণক্ষে-ত্র

সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার দোহাজারো গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুটি বাড়ি, একটি দোকান ও একটি ইজিবাইক ভাঙচুর করা হয়।

গ্রামবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শৈলকুপা উপজেলার দোহাজারো গ্রামের সামাজিক মাতব্বর বাবু জোয়াদ্দার ও নজরুল জোয়াদ্দারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে উভয় পক্ষের সমর্থকরা গ্রাম্য অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে আমিরুল মণ্ডল, আব্দুল কালাম, মজনু মোল্লা ও শিহাব জোয়াদ্দারসহ উভয় পক্ষের মোট ১০ জন আহত হন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।