প্রচ্ছদ জাতীয় শেখ হাসিনার গোমর ফাঁস, ফের মুখ খুললেন তানভীর

শেখ হাসিনার গোমর ফাঁস, ফের মুখ খুললেন তানভীর

জাতীয়: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তানভীর আহমেদ নামে ব্যক্তির ফোনালাপের একটি অডিও ক্লিপ ফাঁস হয়। ফোনালাপে তিনি (তানভীর) শেখ হাসিনাকে বার বার ‘আপা’ বলে সম্মোধন করেছিলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ফোনালাপের অডিও ক্লিপ ফাঁসের বিষয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে তানভীর আহমেদের সঙ্গে কথা বলেন বাংলাদেশের সাংবাদিক বাতেন বিপ্লব। তিনি এ সাংবাদিকের সঙ্গে আলাপকালে বলেন, আমার জায়গায় অন্য কেউ থাকলে এর থেকে বেশিবার শেখ হাসিনাকে ‘আপা’ বলে সম্মোধন করতেন।

তানভীর আহমেদ বলেন, ‘আপা’ শব্দটি আমি পজেটিভভাবে দেখি। কারণ শেখ হাসিনা কর্মীবান্ধব নেত্রী। উনি তৃণমূল নেতাকর্মীর সঙ্গে কথা বলেছেন এটা আমাদের জন্য অনুপ্রেরণা। আমার জায়গায় অন্য কেউ থাকলে এর থেকে বেশিবার ‘আপা’ বলে সম্মোধন করতেন। কারণ ওনি আমাদের গর্বের জায়গা, আস্থায় জায়গা।

তার অডিও ক্লিপ এডিট করা হয়েছে জানিয়ে তানভীর বলেন, আমার অডিও ক্লিপটি ট্রেম্পারিং করে অধিকবার ‘আপা’ শব্দটি ব্যবহার করা হয়েছে। আমি এতোবার ‘আপা’ বলিনি। আর যদি বলেও থাকি এই বিষয়ে আমার কোন আপসোস নেই।

তিনি বলেন, আমি বিশ্বাসের জায়গা থেকে কল রেকর্ডটি আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে দিয়েছিলাম। তাদের মধ্যে কেউ রেকর্ডটি ফাঁস করে দিয়েছে। আমার কাছ থেকে কোন মিডিয়া বা পত্রিকায় এ রেকর্ডটি যায়নি।

রেকর্ডটি যখন ফাঁস হলো আপনি কি বিব্রত ছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তানভীর আহমেদ বলেন, প্রথম দিকে আমি বিব্রত হয়েছিলাম। তবে সর্বোচ্চ পর্যায় থেকে যখন জানতে পারে এ রেকর্ড ফাঁসের সঙ্গে আমি জড়িত না, তখন আমার মধ্যে আর বিব্রতবোধ কাজ করেনি।

তিনি আরও বলেন, আমেরিকায় আমি যেভাবে গ্রিন কার্ড পেয়েছি এবং বাংলাদেশে যেসব খবর প্রকাশ করা হয়েছে এর সঙ্গে আমার গ্রিন কার্ড পাওয়ার কোন সম্পর্ক নেই।

সেই কথপোকথনের পর আপার (শেখ হাসিনা) সঙ্গে আর যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাব দিতে তিনি অনিশ্চা প্রকাশ করেন।

সূত্র: চ্যানেল২৪

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।