প্রচ্ছদ জাতীয় ‘শিক্ষার্থীরা এক হাতে সার্টিফিকেট নিয়ে বের হবে, আরেক হাতে চাকরি দেব’

‘শিক্ষার্থীরা এক হাতে সার্টিফিকেট নিয়ে বের হবে, আরেক হাতে চাকরি দেব’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আমরা ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করব। শিক্ষার্থীরা পাস করে এক হাতে সার্টিফিকেট নিয়ে বের হবে, আরেক হাতে চাকরি দেব। চাকরি দিতে না পারলে ডুমুরিয়ার বেকারদের ভাতা দেব।’

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা উৎপাদনমুখী কারিগরি শিক্ষা চালু করব। দেশের বেকার যুবকদের জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্রিল্যান্সিংয়ের ব্যবস্থা করব।’

সমাবেশে আরো বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুখতার হুসাইন, ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুর রশীদ, হিন্দু কমিটির ডুমুরিয়া উপজেলা সভাপতি কৃষ্ণনন্দী, সহসভাপতি ডা. হরিদাস মন্ডল ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেবপ্রসাদ।