
বিতরণ লাইন ও ট্রান্সফরমার মেরামত এবং গাছ-পালা কাটার কাজের জন্য শনিবার (৮ নভেম্বর) সিলেট শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় লম্বা সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পিডিবি।
সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই সময়ে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ–২ নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করবে।
পিডিবি সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিম্নলিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না— শিবগঞ্জ ১১ কেভি ফিডার এলাকা: শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকা।
রাজবাড়ী ১১ কেভি ফিডার এলাকা: মিতালি টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্ণারপাড়, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া বিরতি সিএনজি ফিলিং স্টেশন ও আশপাশের এলাকা।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন পিডিবি বিক্রয় ও বিতরণ বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান। তিনি গ্রাহকদের সহযোগিতা কামনা করে বলেন, ‘রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্নের পর এলাকায় বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল হবে।’









































