প্রচ্ছদ জাতীয় রেলের কালো বিড়াল নিয়ে যা জানালেন মন্ত্রী

রেলের কালো বিড়াল নিয়ে যা জানালেন মন্ত্রী

জাতীয়: নতুন সরকারের রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম জানিয়েছেন, রেলে কালো বিড়াল আছে কিনা সেটা আমার জানা নেই, তবে রেলে দুর্নীতি আছে।

বুধবার (১৭ জানুয়ারি) রেলভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রেলমন্ত্রী বলেন, আমি রেলের জমি বেহাত হওয়া নিয়ে উদ্বিগ্ন। রেলের যেসব জমি বেহাত হয়েছে সেসব জমি উদ্ধার করা চ্যালেঞ্জ। সব জায়গার সিন্ডিকেটগুলোকে ওভার কাম করতে হবে।

তিনি বলেন, রেলের ‘লুজিং কনসার্ন’ হচ্ছে সবাই চেষ্টা করে লস না দেওয়ার জন্য। তবে আমরা চেষ্টা করব এটাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে। আমি দু’দিন বসেছি, বিস্তর সব বিষয় জানতে হবে তারপর বিস্তারিত বলতে পারব।

জিল্লুল হাকিম জোর দিয়ে বলেন, রেলের প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারী যদি চায় তাহলে রেলকে লাভজনক করা কোনো বিষয় না। মন্ত্রণালয়ের উন্নতি একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি।

তিনি বলেন, কিছুদিনের মধ্যে সরকারি সব সংস্থার সঙ্গে বসে রেলের নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। টিকিট নিয়ে উন্নত কিছু করার থাকলে তাও করা হবে। যেখানে প্রয়োজন সেখানে ট্রেন দেওয়া হবে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।