
মাদারীপুরে আওয়ামী লীগের নেতার ভাইয়ের মনোনয়ন স্থগিত ঘোষণা কেরানীগঞ্জে র্যাবের অভিযানে নকল ওষুধ জব্দ, তিন ব্যবসায়ীকে চার লাখ টাকা জরিমানা বিএনপি মনোনীত এমপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের এমপি প্রার্থী জীবননগরে একই সাথে পাঁচজন অপহরণের ঘটনায় দুইজন গ্রেপ্তার বিদ্যুৎ বন্ধের হুমকি দিলো ভারতের আদানি পাওয়ার সিরাজগঞ্জ বেলকুচিতে জাল স্বাক্ষরে জমির দলিল রেজিস্ট্রি, বাতিলের আবেদন লোহাগাড়ায় ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরির অভিযোগে গ্রেপ্তার তিন ঢাবি শিক্ষিকা মোনামীর মামলা তদন্তের নির্দেশ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৬৩ আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি। এর মধ্যে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন রয়েছে।
সোমবার (৩ নভেম্বর) প্রার্থীদের নাম ঘোষণার পর ফেসবুকে এক পোস্টে হিরো আলম লিখেছেন, ‘বিএনপির দুঃসময়ের সাথী, ত্যাগী নেত্রী, স্বৈরাচারের জম, প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা। আমার ওপর বারবার হামলা হলে বজ্রকণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি। বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে বহু গুণ এগিয়েছিলেন তিনি। সেই রুমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করেছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি।
হিরো আলম আরও বলেন, ‘সেই সঙ্গে আগামী দিনের দেশ গড়ার নায়ক তারেক রহমান ভাইয়ের প্রতি অনুরোধ, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন। স্বৈরাচারমুক্ত দেশ গড়তে রুমিন ফারহানা আপার মতো মানুষের আমাদের ভীষণ দরকার।’











































