রাজনৈতিক: রাজশাহীতে আওয়ামী লীগ কর্মী স্ত্রী বীণা মজুমদারকে তালাক দিতে ব্যবসায়ী মিজানুর রহমানকে যুবদলের নেতাকর্মীরা ‘চাপ’ প্রয়োগ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মিজানুর রহমান তাদের কথামতো স্ত্রীকে তালাক না দেওয়ায় তাকে মারধর করা হয়েছে। রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর এলাকায় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মিজানুর রহমান ও বীণা মজুমদার দম্পতি মহানগরীর হাজরাপুকুর মহল্লার বাসিন্দা। বীণা মজুমদার গৃহিণী ও শাহমখদুম থানা আওয়ামী লীগের কর্মী। ২০১৩ ও ২০২৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে ১৯, ২০ ও ২১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন তিনি। তবে দুই বারই তিনি হেরে যান।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় শাহমখদুম থানা যুবদলের সাবেক নেতা মো. সনির নেতৃত্বে কতিপয় নেতাকর্মী মিজানুর রহমানকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে জড়িত কাউকে গ্রেফতার না করেই পুলিশ থানায় ফিরে যায়।
এ বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘আমি রাস্তায় হাঁটছিলাম। আমাকে দেখে সনিসহ যুবদলের নেতাকর্মীরা বলে, তুই যদি তোর বউকে তালাক না দিস, তাহলে খবর আছে। বউকে কেন তালাক দেব—প্রশ্ন করলে ওরা গালি দিয়েই তাকে মারধর শুরু করে।’ মিজানুর রহমানের স্ত্রী বীণা মজুমদার বলেন, কিছুদিন আগে ১৬ ডিসেম্বর উপলক্ষে ফেসবুকে একটি পোস্টে ‘জয় বাংলা’ লিখেছিলাম।
এজন্য যুবদলের সাবেক নেতা সনি আমাকে ফোন করে বলে, ‘এসব লেখা যাবে না। লিখলে খুব খারাপ হবে।’ তিনি বলেন, এজন্য আমার স্বামীকে চাপ দিচ্ছে যেন আমাকে ছেড়ে দেয়। এটা কেমন কথা? দলের সঙ্গে সংসারের কী সম্পর্ক? যারা অন্যায় করেছে, তারা শাস্তি পাবে। যাদের জন্য আওয়ামী লীগের এই অধঃপতন, তাদের বিচার হোক। যারা অন্যায় করেনি, তাদের কেন হেনস্তা করা হবে? এটা কেমন ন্যায়বিচার? আমরা এখন আতঙ্কিত। আমরা নিরাপত্তা চাই।’
অভিযোগের বিষয়ে যুবদল নেতা মো. সনি বলেন, ‘আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে বীণা মজুমদার বিভ্রান্তি সৃষ্টি করছেন। এজন্য বিষয়টা তার স্বামীকে বলেছিলাম। সে উলটো তর্ক করায় কয়েকটা ছেলে তাকে দুই-একটা কিল-ঘুষি দিয়েছে। এটা আমরা মীমাংসা করে দিয়েছি। তবে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ সঠিক নয়।’
এ বিষয়ে নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘কেউ অভিযোগ করলে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্র : ইত্তেফাক
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |