প্রচ্ছদ সারাদেশ যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য গিয়ে লাশ হলেন ঢাবির সাবেক শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য গিয়ে লাশ হলেন ঢাবির সাবেক শিক্ষার্থী

সারাদেশ: যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ আবির হোসেন নামের সাবেক এক শিক্ষার্থী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার টেক্সাসের বিউমন্টে একটি দোকানে তিনি নিহত হন। তিনি বিদায়ী বছরের জানুয়ারিতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। আবির টেক্সাসের লামার ইউনিভার্সিটিতে গবেষণা সহকারী ছিলেন। জানা গেছে, নিহত আবির সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট গ্রামের মৃত আব্দুল হাকিমের ছোট ছেলে।

কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, আবির হোসেন আমেরিকাতে পড়াশোনার পাশাপাশি একটি আইফোন সেলস সেন্টারে পার্টটাইম চাকরী করতেন। স্থানীয় সময় শুক্রবার রাতে ও বাংলাদেশ সময় শনিবার দুপুরে তার আইফোন সেলস সেন্টারে টাকা ও মালামাল লুট করার উদ্দেশ্যে প্রবেশ করে একদল সন্ত্রাসী। ‘সেসময় আবীর সন্ত্রাসীদের লুটে বাধা দিয়ে মালিকের কাছে ফোন করার চেষ্টা করছিলেন। তখন ডাকাতদের একজন তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ আবির হোসেন সেখানেই মারা যায়।’

নিহতের পরিবারের বরাত দিয়ে ইউনিয়ন পরিষদ সদস্য নাছরিন খাতুন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে আবির হোসেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরে লামার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য তিনি আমেরিকাতে যান। সেখানে তিনি তার স্ত্রী ও দেড় বছরের মেয়েকে নিয়ে বসবাস করতেন। তার অপ্রত্যাশিত হত্যাকাণ্ডের খবর শুনে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয়রা আবীর হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবি জানিয়েছে বলে জানান এই জনপ্রতিনিধি।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।