
ঘটনাটি ১৯৯৪ সালের। তখন মাগুরা উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সে সময় ইসলামী ঐক্যজোটের ব্যানারে নির্বাচন করছে সব দল-খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জমিয়তে ওলামায়ে ইসলাম। জোটের পরামর্শ সভায় আলোচনা উঠল, কাকে মাগুরায় দাঁড় করানো যায়?
চরমোনাই পীর সাহেব বললেন, মাগুরায় আমাদের ৫০ হাজার মুরিদ আছে। জোটের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের কাউকে নমিনেশন দেওয়া হোক।
এরপর পীর সাহেব চরমোনায়ের দল থেকেই নমিনেশন দেওয়া হলো। আমি তখন জোটের সদস্য সচিব। সাত দিন আমি মাগুরা থেকে ক্যাম্পেইন করেছি। কিন্তু ভোটের পর দেখা গেল ভোট পেয়েছি মাত্র ৩ হাজার। মুরিদ ৫০ হাজার, ভোট মাত্র ৩ হাজার।
রাজনীতিতে মুরিদ দিয়ে কিছু হয় না। ডাক দিলে জমায়েত করা যায়, ভোটে জেতা যায় না।
-মাওলানা আবদুল লতিফ নেজামী রহ.
সূত্র: কালান্তর সংখ্যা-৩, ইসলামি রাজনীতি, ৪২৪ পৃষ্ঠা।






































