প্রচ্ছদ জাতীয় মুন্নুজান হলে ভিপি, জিএস ও এজিএস ৩ পদেই শিবির জয়ী

মুন্নুজান হলে ভিপি, জিএস ও এজিএস ৩ পদেই শিবির জয়ী

রাকসু নির্বাচনে মুন্নুজান হলে ভিপি, জিএস ও এজিএস তিন পদেই শিবির সমর্থিত প্যানেল (সম্মিলিত শিক্ষার্থী জোট) জয়ী হয়েছে ।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

ঘোষণা অনুযায়ী শিবির সমর্থিত ভিপি প্রার্থী জাহিদ (শিবির) পেয়েছেন ৯৭২ ভোট, আবীর (ছাত্রদল) পেয়েছেন ২৩৬ ভোট।

জিএস পদে ফাহিম (শিবির) পেয়েছেন ৪৯৫ ভোট, জীবন পেয়েছেন (ছাত্রদল) ৮৯ ভোট, আম্মার :৮৪১

এজিএস পদে সাব্বির (শিবির) পেয়েছেন ৫৫৩ ভোট, এষা (ছাত্রদল) পেয়েছেন ৩৭৮ ভোট।