
রাজবাড়ীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। এরআগে তার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
সোমবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু স্বাক্ষরিত নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, গত রোববার রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার প্রধান সড়কে অবস্থান নিয়ে রাজবাড়ী- ১ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে পৌর বিএনপির কয়েকজন নেতাকর্মীকে নিয়ে একটি মিছিল শুরু করেন আকমল হোসেন চৌধুরী। এ সময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান দেন । এ ঘটনায় জেলা বিএনপি তাকে কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হয়।
তিনি নোটিশের জবাবও দিয়েছেন। সে জবাব জেলা বিএনপির কাছে উপযুক্ত ও যৌক্তিক বলে মনে হয়নি। তাই তাকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ স্থানীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়।











































