
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বড় ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম, পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। বড় কোনো রাজনৈতিক ছাত্রসংগঠনের ব্যানারে না দাঁড়িয়ে স্বতন্ত্র ভিপি পদে লড়েছিলেন শামীম হোসেন। ফলে তিনি ছাত্ররাজনীতির মূলধারার বাইরে ভিন্নধর্মী প্রার্থী হিসেবে নজর কাড়েন। ভিপি পদে তিনি ৩ হাজার ৮৮৩ ভোট পেয়েছেন।
সম্প্রতি ডাকসুর ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা শামীম হোসেন তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জেনজি লিডার হয়ে এখন সারাদিন বুড়োদের মত কাঁচাপাকা আলাপ দিতে হচ্ছে! মিম শেয়ার করতে পারছি না! জীবন কি আর স্বাভাবিক হবে না?’
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্ট তিনি এমন মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘বয়স ২৩…সামনে জাতীয় নির্বাচন, বিসিএস পরীক্ষা, বাড়িতে সারাদিন বিয়ের প্রস্তাব আসতেছে! রাজনৈতিক জীবন ভয়ঙ্কর, ঢেউহীন নিঃশব্দ আততায়ী।’
পোস্টের মন্তব্যের ঘরে তিনি যুক্ত করেন, ‘এলাকার অনেক নেতা ভাবছে আমি কি আবার জাতীয় নির্বাচন করব? কী আর করার বয়স তো ২৫ হলো না। ভয় পাবার কিছু নেই। আমারে টিভির বাইরে যারা দেখছে তারা জানে যে অনায়াসে ইন্টার ফার্স্ট ইয়ার বলে চালানো যাবে!’
উল্লেখ্য, ভিন্নধর্মী ইশতেহার দিয়ে এবার ভোটের মাঠে আলোচনা তৈরি করেছিলেন শামীম হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী; থাকেন বিজয় একাত্তর হলে।
সূত্র: জনকন্ঠ