
চট্টগ্রাম নগরে মধ্যরাতে ‘কাপল ড্যান্স’ পার্টিতে অভিযান পরিচালনা করে ২৫ তরুণ-তরুণীকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ। এ সময় আটক একজনের কাছ থেকে ৭০ ক্যান অবৈধ মাদকদ্রব্য (বিয়ার) উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নগরের পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেটসংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টারের সপ্তম তলায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মধ্যরাতে ইয়াকুব ট্রেড সেন্টারের সপ্তম তলায় অশ্লীল কাপল ড্যান্স পার্টিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৫ জন তরুণ-তরুণীকে আটক করা হয়। এর মধ্যে ছেলে ৮ জন এবং মেয়ে ১৭ জন রয়েছেন।’
ওসি আরও বলেন, ‘পুলিশ কমিশনারের নির্দেশে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে এক জনের কাছ থেকে ৭০ ক্যান মাদক (বিয়ার) উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’
সূত্র: বাংলা ট্রিবিউন
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |