
মুুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসা দেখানোর আড়ালে ‘মঞ্চ ৭১’ ঘিরে নতুন করে আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার নিষিদ্ধ দল আওয়ামী লীগ। চারিদিকে ছেঁয়ে গেছে ৭১ মঞ্চ এর আড়ালে ফ্যাসিস্ট হাসিনা আর তার দল আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা চালাচ্ছে সংগঠনটি। এর কারণ, মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসা আবেগ দেখালেও ফ্যাসিস্ট হাসিনার বিপক্ষে কোন কথা বলছে না। পতিত স্বৈরাচারের বিগত ১৬ বছরের শাসনামলে করা গুম খুন হত্যা নির্যাতন কিংবা ২৪ এর গণঅভ্যুত্থানে চালানো নারকীয় হত্যাযজ্ঞ। কোন কিছুই যেনো চোখে পড়ছে না তাদের।
মূলত মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ আত্মপ্রকাশ করেছে বলে জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। কিন্তু, বাস্তবে চিত্র ভিন্ন। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাদের আয়োজিত অনুষ্ঠান ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকে দেখা যায় সাবেক ফ্যাসিস্ট আওয়ামী পন্থী নেতা-কর্মী আর সংসদ সদস্যদের মিলনমেলা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেন উপস্থি হননি। সংগঠনটিতে অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না সমন্বয় করছেন। মানুষ হত্যাকারী হাসিনার পক্ষে মামলা লড়তে চাওয়া পান্না যেটির সমন্বয়ক সেই সংগঠন যে মুক্তিযুদ্ধের নাম ভাঙ্গিয়ে মায়া কান্না দেখিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বাসনের পায়তারা করবে, সেটি বলার অপেক্ষা রাখে না।
‘মঞ্চ ৭১’ আয়োজিত সেই অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এসময় ফ্যাসিস্ট হাসিনার দলের সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে এই অনুষ্ঠান আয়োজনের খবর পেয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন অনুষ্ঠানস্থলে গিয়ে ঘেরাও করেন। তারা লতিফ সিদ্দিকী ও উপস্থিত অন্যদের অনুষ্ঠানস্থলে অবরুদ্ধ করে রাখেন।
‘৭১ মঞ্চ’ যেভাবে যাদের সমন্বয়ে মাঠে নেমেছে। তাতে বলার অপেক্ষা রাখে না ওরা মুখোশের আড়ালে মুক্তিযুদ্ধের নাম ভাঙ্গিয়ে ফ্যাসিস্ট হাসিনা আর তার দলকে পুনর্বাসনের পায়তারা করছে। হাসিনার প্রতি মায়া কান্না দেখানো পান্না কিংবা তার দলের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর সেই প্রচেষ্টাকে দমাতে হবে পুরোদমে। মাঠে নামতে হবে আমজনতাকে রুখে দিতে হবে পতিত স্বৈরাচারের এসব দোসরদের।
সূত্র: ইনকিলাব












































