প্রচ্ছদ হেড লাইন ভাই যা আছে সবই শেষ

ভাই যা আছে সবই শেষ

সারাবাংলা: রাজধানীর তেজগাঁওস্থ কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুনের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই আগুনে পুড়ে গেছে বস্তিতে থাকা অন্তত তিন শতাধিক ঘর। শনিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় সাধারণ মানুষের মালামাল। ক্ষতিগ্রস্তদের অসহায় আর্তনাদে কেঁপে উঠে রাতের আকাশ।

এই আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে জানা না গেলেও স্থানীয়দের ধারণা, বিদ্যুতের অরক্ষিত লাইন থেকে আগুন লাগতে পারে। ভুক্তভোগীরা জানান, আগুন লাগার পরে তারা জিনিসপত্র বের করতে পারেননি। আগুনে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী কান্না করতে করতে বলেন, ‘ভাই যা আছে সবই শেষ, আমরা কই যামুরে ভাই?

স্থানীয়রা জানান, এখানে ৩০০-এর ওপরে ঘর ছিল। কেউ কিছু বের করতে পারেননি। শুধু জানডা নিয়ে সবাই বের হইছে।ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তারা তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশের একটি বস্তিতে আগুন লাগার খবর পায়। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের সহযোগিতায় রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।