
দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। তবে ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে নিজেক এই নির্মাতা নিয়ে গিয়েছে এক অনন্য জায়গায়।
জনপ্রিয় এই ধারাবাহিকটিতে শিমুল চরিত্রে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছেন নির্মাতা অমির সহকারী শিমুল শর্মা। অন্যান্য চরিত্রের মতো এই চরিত্রটিও দর্শকদের কাছে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে।
সিজন পাঁচের বেশ কয়েকটি পর্বে দেখা গিয়েছে তাকে। তবে নতুন খবর হলো ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে আর দেখা যাবে না অভিনেতা শিমুল শর্মাকে। এমনটাই জানা গেল আলোচিত ধারাবাহিকের ইউনিট সংশ্লিষ্ট সূত্র থেকে।










































