
ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনের মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, এ হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত এবং একাধিক ব্যক্তি এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।
তদন্তকারীরা জানান, হত্যাকাণ্ডের আগে ওসমান হাদিকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। পরিকল্পনার অংশ হিসেবে গতিবিধি পর্যবেক্ষণ, সময় নির্ধারণ এবং হত্যাকারীদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। মূল পরিকল্পনাকারী নিজে ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও পেছন থেকে পুরো অপারেশন নিয়ন্ত্রণ করেছে বলে তদন্তে উঠে এসেছে।
সূত্র আরও জানায়, হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত শত্রুতা ও স্বার্থসংশ্লিষ্ট বিরোধ কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ তথ্য ও ডিজিটাল আলামত সংগ্রহ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান,
“আমরা হত্যার মূল পরিকল্পনাকারীকে শনাক্ত করেছি। দ্রুতই আইনের আওতায় আনা হবে। তদন্ত প্রায় শেষ পর্যায়ে।”
এদিকে এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র : বার্তা বাজার













































